রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন স্পেন

ক্রোয়েশিয়াকে পেনাল্টি গোলে হারিয়ে নেশনস লিগের শিরোপা জিতল স্পেন।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ঝনবভ

নিজস্ব সংবাদদাতাঃ রটারডামে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর ক্রোয়েশিয়াকে পেনাল্টি থেকে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতল স্পেন। ফ্রান্সের পরে দ্বিতীয় দেশ হিসাবে বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগ জিতেছে স্পেন। 

মায়েরের শট বাঁচিয়ে স্পেনকে অ্যাডভান্টেজ দেন উনাই সিমোন। আসেন্সিও গোল করতেই উচ্ছ্বসিত স্পেন শিবির। ৪-৩ এগিয়ে গিয়েছিল তারা। গোল করে ক্রোয়েশিয়াকে লড়াইয়ে রাখেন পেরিসিচ। দশম শটটি লিভাকোভিচ বাঁচালে তবেই সুযোগ থাকতো। স্পেনের হয়ে শট নেন লাপোর্তে। বলটি ক্রসবারে লাগে। অ্যাডভান্টেজ স্পেন থেকে ফের সমানে সমানে। উনাই সিমোন ফের একটি শট বাঁচিয়ে স্পেনকে অ্যাডভান্টেজ দেন। টাইব্রেকে দ্বাদশ শট নেন ড্যানি কার্ভাহাল। অভিজ্ঞ এই তারকার শটেই চ্যাম্পিয়ন স্পেন। টাইব্রেকারে স্পেনের পক্ষে স্কোর ৫-৪।