নিজস্ব সংবাদদাতাঃ রবিবারে রাতে মুল্লানপুরে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। দু-দলের পরিস্থিতিই কার্যত এক ছিল। টপ অর্ডারের ব্যর্থতা। সেই পরিস্থিতি কাটল না। টানা হারের ধাক্কা পঞ্জাব কিংসের। প্লে-অফের দৌড় থেকে ক্রমশ সরে যাচ্ছে তারা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার পরও ঘুরে দাঁড়িয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় টাইটান্স। তবে শেষ দিকে মরন কামড়ের মরিয়া চেষ্টা করেছিল পঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সকে ১৪৩ রানের টার্গেট দেয় পঞ্জাব। ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। এই রান তুলতে গুজরাট টাইটান্সের পরিস্থিতি সঙ্গীন হবে তা অবশ্য ভাবা যায়নি। অধিনায়ক শুভমন গিল ২৯ বলে ৩৫ রান করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সাই সুদর্শনও ৩১ রানের অবদান রাখেন। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে পরিস্থিতি কঠিন করে টাইটান্স। পার্টটাইম স্পিনার লিয়াম লিভিংস্টোন ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাহুল তেওয়াটিয়া ১৮ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলকে জয়ের সীমানা পার করান। শেষ ওভারে ১ রান প্রয়োজন ছিল টাইটান্সের।