ফের শামি ম্যাজিক, লা জবাব! আরও একবার নজির, অক্সিজেন পেল ভারত

সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

author-image
Aniruddha Chakraborty
New Update
m

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফিলিপস নিজের ছন্দে মারতে শুরু করেছিলেন। একদম ঠিক সময়ে ফিলিপসকে আউট করলেন বুমরাহ। ৪৩তম ওভারের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে জাদেজাকে ক্যাচ দেন ফিলিপস। ২টি ছক্কা, চারটি চারের হাত ধরে ৩৩ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন ফিলিপস। পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড। পরিবর্তে ক্রিজে এলেন মার্ক চ্যাপম্যান। ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৯৫ রান নিউজিল্যান্ডের। ১১৩ বলে ১৪১ রান মিচেলের। চাপম্যান ১ বল খেলে আপাতত রানের খাতা খোলেননি।

 ঠিক তারপরের ওভারে ষষ্ঠ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। এবার চাপম্যানকে ফেরালেন কুলদীপ। ৫ বলে ২ রান করে ক্যাচ তোলেন চাপম্যান। জাদেজা ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ক্রিজে এলেন নতুন ব্যাটার স্যান্টনার। ৪৪ ওভার শেষে ৬ উইকেটে ২৯৯ রান নিউজিল্যান্ডের। ১১৪ বলে ১৩২ রান মিচেলের। ১ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি স্যান্টনার।

এবার ৪৫ তম ওভারে বল করতে এসে মিচেলকে ফেরালেন সামি। ৪৫ তম ওভারে দুই বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল। মিচেল ১১৯ বলে ১৩৪ রান সংগ্রহ করেন। মিচেলের আউটের পর ম্যাচ জেতার আশা শেষ হল কিউয়িদের। 

hire