নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সাজো সাজো রব উঠেছে আহমেদাবাদ জুড়ে। দেশ বিদেশ থেকে ক্রিকেটপ্রেমী ও অতিথিরা আসতে শুরু করেছেন। নজর দেওয়া হচ্ছে আহমেদাবাদের নিরাপত্তার দিকে।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক বলেছেন, 'অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখতে আহনমেদাবাদে আসবেন। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আমাদের একটি মহড়া হবে। আমি মানুষকে যানজট এড়াতে মেট্রো ব্যবহার করার জন্য অনুরোধ করছি। মেট্রো রাত একটা পর্যন্ত চালু থাকবে।'