জাদেজার জন্যই রান আউট হয়েছেন সরফরাজ!

অভিষেক টেস্টে ৬২ রান করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সরফরাজ খানকে। তারপর হতাশ হয়ে পড়েন তিনি। এই ঘটনার পর ক্রিকেট প্রেমীরা সমাজমাধ্যমে জাদেজাকে দোষারোপ করতে থাকে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sarfaraj khan .jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত-ইংল্যান্ডের (IND VS ENG) তৃতীয় টেস্ট খেলায় অভিষেক হয়েছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তরুণ ব্যাটসম্যান সরফরাজ খানের (Sarfaraz Khan)। এই টেস্টে সরফরাজ খান ৬২ রানের ভালো ইনিংস খেলেও রান আউট হয়ে যান। তাঁর অপরদিকে ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই ঘটনার পরই ক্রিকেটপ্রেমীরা সমাজমাধ্যমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের বক্তব্য জাদেজার ভুলের কারণেই আউট হতে হয়েছে সরফরাজকে। এর জন্য সরফরাজের কাছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমাও চেয়ে নেন জাদেজা। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনা জানিয়েছেন সরফরাজ খান নিজেই। তিনি জানিয়েছেন, "ওই সময় ভুল বোঝাবুঝির কারণে যা হবার হয়েছে। যা হয়েছে সবকিছুই কিন্তু খেলার অংশ। প্রথম থেকেই রবীন্দ্র জাদেজা আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন। এছাড়া, লাঞ্চের সময়ও তিনি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন।"

publive-image

 

v

 

স্ব

 

স

 

স