ধোনি-বিরাটদের এলিট গ্রুপে সঞ্জু স্যামসন!

টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন সঞ্জু। টি-২০ ফর্ম্যাটে তাঁর বর্তমান মোট রান ৬০১১।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ খেলার দুনিয়ায় প্রতিদিন রেকর্ড তৈরি হয় এবং ভেঙে যায়। এবার ভারতের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন টি-২০ ক্রিকেটে এক মাইলস্টোন স্পর্শ করেছেন। আসলে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচের পর ধোনি-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশ করলেন সঞ্জু স্যামসন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৯ বলে ১৩ রান করেন সঞ্জু স্যামসন। তাতেই এক এলিট গ্রুপে ঢুকে পড়েছেন তিনি। আসলে এই ম্যাচের পর টি-২০ ক্রিকেটে সঞ্জু স্যামসনের ৬০০০ রান পূর্ণ হয়েছে। টি-২০ ক্রিকেটে ৬ হাজারের ক্লাবে প্রবেশ করতে সঞ্জুর লেগেছে ২৪৬টি ম্যাচ। 

টি-২০ ক্রিকেটে সঞ্জুর আগে ৬ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন —বিরাট কোহলি (১১৯৬৫), রোহিত শর্মা (১১০৩৫), শিখর ধাওয়ান (৯৬৪৫), সুরেশ রায়না (৮৬৫৪), রবীন উথাপ্পা (৭২৭২), মহেন্দ্র সিং ধোনি (৭২৭১), দীনেশ কার্তিক (৭০৮১), কেএল রাহুল (৭০৬৬), মনীশ পান্ডে (৬৮১০), সূর্যকুমার যাদব (৬৬৬৯), গৌতম গম্ভীর (৬৪০২), অম্বাতি রায়ডু (৬০২৮)।