নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৪ অক্টোবর, মঙ্গলবার আইসিসি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। অন্যদিকে এখনও পর্যন্ত শুধু এক ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল প্রোটিয়ারা।
১০৭ বলে শতরানের পার্টনারশিপ পূর্ণ করে ফেলেছেন এইডেন মার্কব়্যাম ও কুইন্টন ডি’ককের। অর্ধশতরান প্রোটিয়াদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামের। ৫৭ বলে অর্ধশতরান এইডেনের। এটি তাঁর ওডিআই কেরিয়ারের নবম অর্ধশতরান।
প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি পেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলে ফিফটি পূর্ণ করেছিলেন। সেঞ্চুরি করতে লাগল ১০১ বল। অবশ্য ৩৪তম ওভারে রানআউট হতে পারতেন। ক্লাসেনের ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছিলেন, কাভার থেকে স্ট্রাইক প্রান্তে করা নাজমুলের থ্রো সরাসরি স্টাম্প ভাঙতে পারলে রানআউট হয়ে ফিরতে হতো ডি কককে ৯৮ রানে দাঁড়িয়েই। তবে সেটি হয়নি। ডি ককের স্বপ্নযাত্রা থামেনি।