নিজস্ব সংবাদদাতা: এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়ে ইতিহাস তৈরি করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে এই ভেন্যুতে এটি তাদের দ্বিতীয় জয়। ২০ ওভারে সিএসকে ৮ উইকেটে ১৪৬ রান করতে ব্যর্থ হয়।
#IPL2025 | Royal Challengers Bengaluru (196/7) beat Chennai Super Kings (146/8) by 50 runs at the MA Chidambaram Stadium, Chennai.