নিজস্ব সংবাদদাতা: গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সারা দেশ জুড়ে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। অস্ট্রেলিয়া ও ভারত দুই পক্ষই সমান শক্তিশালী। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে টানা আট ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে, ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি। বিশ্বকাপ ফাইনালের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, তাঁদের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জিততে চান। ২০ বছর আগে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল। সেবার ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি ওঠেনি। সেই দলেই ছিলেন রাহুল দ্রাবিড়।