নিজস্ব সংবাদদাতা: বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে যশস্বী জয়সওয়ালকে বরখাস্ত করার বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা এবার মুখ খুলেছেন। তিনি বলেছেন, "প্রযুক্তি কিছু দেখাতে পারেনি, কিন্তু খালি চোখে মনে হয়েছিল যে সে কিছু স্পর্শ করেছে। আমি জানি না আম্পায়াররা কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে চান। সব ন্যায্যতার মধ্যে, আমি মনে করি তিনি বল স্পর্শ করেছেন. আমরা সেদিকে খুব বেশি নজর দিতে চাই না। প্রায়শই না, আমরাই এর ভুল দিকে পড়ে যাই। আমরা একটু দুর্ভাগ্যজনক ছিলাম।"