নিজস্ব সংবাদদাতা: ভারত টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ধোনি আনন্দে ভেসে যান এবং ইনস্টাগ্রামে ভারতের দলের প্রশংসা করেন। এবার ইনস্টাগ্রামে প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির পোস্টকে কেন্দ্র করে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
/anm-bengali/media/post_attachments/c31fb0f735995921966ff985d12ebdae2ef8de898c78ee1b1cf1c5d74670c053.jpg)
তিনি বলেছেন, "ধোনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। তিনি আমাদের এবং দেশের জন্য অনেক কিছু করেছেন। আমার ভালো লাগলো যে তিনি আমাদের প্রশংসা করেছেন"। উল্লেখ্য, ভারত ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের একবার টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে এনেছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)