নিজস্ব সংবাদদাতাঃ ভারতের টি-টোয়ান্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন রিঙ্কু সিং। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক। জুন মাসে বিশ্বকাপ। যেদিন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আলোচনায় ঢুকে পড়েছে, তবে থেকে চর্চায় রয়েছে রিঙ্কু সিং। আইপিএলে পাঁচ ছক্কা মেরে উত্থান হয়েছিল রিঙ্কুর। ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্টের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোশুট হয়েছিল। সেই তাঁরই টিম থেকে বাদ পড়া বেশ অবাক করার মতো ঘটনা বলে মনে হচ্ছে ক্রিকেট ভক্তদের। মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকেই ভারতীয় ক্রিকেটের আধুনিক ফিনিশার ধরা হচ্ছে। সেই তাঁকেই টিম থেকে বাদ দেওয়ার কারণ কী হতে পারে?
এবারের আইপিএলে তেমন সফল নন রিঙ্কু। ৯টা ম্যাচ খেলে তেমন রান করতে পারেননি। সর্বোচ্চ দিল্লির বিরুদ্ধে ২৬। তার অবশ্য একটা কারণও আছে। কেকেআরের টপ অর্ডার সফল হওয়ায় তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি। যা পেয়েছেন, লোয়ার অর্ডারে নামায়, তা কাজে লাগাতে পারেননি। আগের দুটো ম্যাচে অবশ্য উপরের দিকে নেমেছিলেন রিঙ্কু। কিন্তু ৫ ও ১১ করেছেন উত্তরপ্রদেশের ছেলে। আইপিএলের পারফরম্যান্সের দিকে নজর রেখেই এবারের বিশ্বকাপ টিম করা হয়েছে। রিঙ্কুর পাশাপাশি টিম থেকে বাদ পড়েছেন শুভমন গিলও। অবশ্য রিঙ্কু, শুভমনদের রাখা হয়েছে রিজার্ভে। কেউ চোট পেলে বিশ্বকাপের টিমে ঢোকার সুযোগ পাবেন তাঁরা।