নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে সন্দীপ শর্মা শুরুতেই জোড়া ওয়াইড বল করেন। প্রথম বলে কোনও রান ওঠেনি। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া ছক্কা মারেন ধোনি। সুতরাং, জিততে শেষ ৩ বলে ৭ রান দরকার ছিল সিএসকের। চতুর্থ বলে ১ রান নেন ধোনি। পঞ্চম বলে ১ রান নেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল চেন্নাইয়ের। তবে সন্দীপের শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি ধোনি। রাজস্থানের ৮ উইকেটে ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রানে আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রাজস্থান।