ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালের মধ্যেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তারমধ্যেই কলকাতা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা।

author-image
Tamalika Chakraborty
New Update
 kolkata cloud.jpg


নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই মহারণের মধ্যেই কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। 

 আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবারই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দিঘা থেকে নিম্নচাপটি ৫৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। শুক্রবার দিক বদলে ওড়িশা উপকূলে পৌঁছবে নিম্নচাপটি। শনিবার বাংলা ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপটি পৌঁছবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বৃহস্পতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।