নিজস্ব সংবাদদাতা: পিএসজির (PSG) অনুমতি ছাড়া সৌদি আরব (Saudi Arabia) সফরে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। যার ফলে মেসির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। জানা গিয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দুই ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। এমনকি দলের সঙ্গে তিনি অনুশীলন করতে পারবেন না, খেলতে পারবেন না এবং শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকলে হয়তো বেতনও দেওয়া হবে না। ক্লাবের বক্তব্য, দলের থেকে ঊর্ধ্বে কোনো ব্যক্তি হতে পারেন না।