নিজস্ব সংবাদদাতাঃ দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফাইনালে ওঠার পথে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় চেস খেলোয়াড়। ধাপে ধাপে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াইয়ের পর ফাইনালে উঠেছেন প্রজ্ঞানন্দ। তবে বিশ্বকাপে শেষ হাসি হাসতে হলে এই ১৮ বছরের দাবাড়ুকে মোকাবেলা করতে হবে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে ভারতের দাবা জগতের উঠতি প্রতিভা।