নিজস্ব সংবাদদাতাঃ শনিবার জানা গিয়েছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে দায়ের করা মামলায় কুস্তিগীরদের নিরাপত্তা প্রদান করা হবে। বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেনসাত জন মহিলা কুস্তিগীর এবং এক নাবালিকা। পুলিশ (Police) এখন সাত জন অভিযোগকারীর বয়ান রেকর্ড করবে বলে খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ এবং ৩৫৪ ডি ধারায় এবং অন্যটি পকসো আইনের ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।