নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেও আইসিসি বিশ্ব ক্রমতালিকায় ওয়ান ডে-তে এক নম্বর টিম ছিল পাকিস্তান। যদিও বিশ্বকাপ অভিযানে ঠিক শক্তিশালী দল দেখাল না পাকিস্তানকে। ম্যাচের ক’দিন আগে থেকে পাকিস্তান অধিনায়ক বারবার বলেছেন, এখানকার পরিবেশ তাঁদের দেশের মতোই। এখানকার বাউন্ডারি ছোট, পিচ ব্যাটিং সহায়ক, হাইস্কোরিং ম্যাচ হবে, এমন কথাও বলেছেন বাবর আজম। কিন্তু প্রথম ম্যাচে তাদের ব্যাটিং সেকথা বলল না। মিডল অর্ডারে মহম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল হাল না ধরলে, হয়তো হার দিয়েই টুর্নামেন্ট শুরু হত। তবে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮১ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের।