নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এসএ২০ লিগে নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আগামী মরসুমের আগে এসএ২০ দলগুলোর বেতন সেখানকার স্থানীয় মুদ্রায় ৩৪ মিলিয়ন থেকে বাড়িয়ে ৩৯.১ মিলিয়ন করা হয়েছে। এর সঙ্গে আরেকটি পরিবর্তন এনেছে আয়োজকরা। যার জন্য দলগুলিকে প্রথম মরসুমে খেলতে দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে হবে যার বয়স ২২ বছরের বেশি নয়। এরপর স্কোয়াডের আকার এখন বাড়িয়ে ১৯ করা হয়েছে। অন্তত ১১ জন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়কে দলে থাকতে হবে। দলগুলি তাদের একাদশে চারজন বিদেশী খেলোয়াড়কে বেছে নেওয়ার অনুমতি পাবে।