টি-২০ লীগে চালু হল নতুন নিয়ম

বিশ্বের জনপ্রিয় টি২০ লীগগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার টি২০ লীগ। আগামী সংস্করণের আগে বেশ কিছু নিয়মে বদল করছে আয়োজকরা।

author-image
Pritam Santra
New Update
sa t20

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এসএ২০ লিগে নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আগামী মরসুমের আগে এসএ২০ দলগুলোর বেতন সেখানকার স্থানীয় মুদ্রায় ৩৪ মিলিয়ন থেকে বাড়িয়ে ৩৯.১ মিলিয়ন করা হয়েছে। এর সঙ্গে আরেকটি পরিবর্তন এনেছে আয়োজকরা। যার জন্য দলগুলিকে প্রথম মরসুমে খেলতে দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে হবে যার বয়স ২২ বছরের বেশি নয়। এরপর স্কোয়াডের আকার এখন বাড়িয়ে ১৯ করা হয়েছে। অন্তত ১১ জন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়কে দলে থাকতে হবে। দলগুলি তাদের একাদশে চারজন বিদেশী খেলোয়াড়কে বেছে নেওয়ার অনুমতি পাবে।