নিজস্ব সংবাদদাতা: ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনেও পদক প্রাপ্তি ঘটল ভারতের। দেশকে জল থেকে রুপো এনে দিলেন নেহা ঠাকুর।
এশিয়ান গেমসে সেইলিংয়ে এটি ভারতের প্রথম পদক। মহিলাদের ডিঙ্গি ILCA4 ইভেন্টে ১১টি রেসিংয়ে মোট ২৭ পয়েন্ট সংগ্রহ করেন নেহা ঠাকুর। তাতে তিনি রুপো পেয়েছেন। এই ইভেন্টে থাইল্যান্ডের নপ্পাসোর্ন খুনবুঞ্জান ১৬ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন। এবং সিঙ্গাপুরের কেইরা মারি কার্লাইল ২৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। নেহার এই সাফল্যে আপ্লুত হয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।