খুব কেঁদেছি, ব্যক্তিগত অনুভূতি ভাগ করলেন মহিলা ক্রীড়াবিদ

মুমতাজ খান (Mumtaz Khan) এই মুহূর্তে ভারতীয় মহিলা হকি (Hockey) দলের অন্যতম উজ্জ্বল মুখ, চলতি হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় কোচিং ক্যাম্পের (National Coaching Camp) অংশ।

author-image
Pritam Santra
New Update
hockey

নিজস্ব সংবাদদাতাঃ মুমতাজ খান (Mumtaz Khan) এই মুহূর্তে ভারতীয় মহিলা হকি (Hockey) দলের অন্যতম উজ্জ্বল মুখ, চলতি হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় কোচিং ক্যাম্পের (National Coaching Camp) অংশ।  ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত বেঙ্গালুরুর সাইতে চলবে শিবির। মুমতাজ বলেছেন, 'ক্যারিয়ারে প্রথমবার চোট (Injury) সমস্যায় পড়া আমার জন্য বড় ধাক্কা ছিল। চোট থেকে সেরে ওঠার সময় আমি খুব উদ্বিগ্ন ছিলাম এবং ভাবতাম আমি আবার হাঁটতে পারব কি না। নিজেকে প্রশ্ন করতাম আমার ক্যারিয়ার কি শেষ?" তার কথায়, "আমি খুব বিরক্ত ছিলাম এবং কঠিন সময়ে খুব কান্নাকাটি করতাম।"