টি-২০ বিশ্বকাপে মাঠে নামছেন শামি?

২০২৩ সাল থেকে বাইশ গজে দেখা মেলেনি এই ভারতীয় ফাস্ট বোলারের। আইপিএল থেকে বাদ পড়লেও টি-২০ বিশ্বকাপে কি দেখা মিলবে শামির?

author-image
Shroddha Bhattacharyya
New Update
asfhk

নিজস্ব সংবাদদাতা: হাসপাতালের বেড থেকেই সমাজমাধ্যমে পোস্ট করে মহম্মদ শামি (Mohammed Shami) জানালেন যে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। তবে এখনও জানা যায়নি যে, কবে আবার তিনি ফিরবেন বাইশ গজে।
২০২৩ সালের বিশ্বকাপে পায়ে চোট পেয়েছিলেন শামি। সেদিন থেকেই দলের বাইরে তিনি। তবে, তাঁকে ছাড়াও রাজকোটে টেস্ট সিরিজে (INDvsENG) জয় ছিনিয়ে এনেছে ভারত।
আইপিএল-এ খেলবেননা তিনি সে কথা আগেই জানা গেছিলো। এবার তাঁর টি-২০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা খুব একটা নেই।
প্রসঙ্গত, অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। কিন্তু মাঠে ফিরতে তাঁর সময় লাগবে বেশ কিছুটা।

add 4.jpeg

cityaddnew

স

স