নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল থেকে মিচেল স্টার্কের স্বেচ্ছা নির্বাসন শেষ হতে চলেছে। ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন তিনি। যদিও সাদা বলের ক্রিকেটে স্টার্ককে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। ওয়ান ডে বিশ্বকাপের শেষ দু'টি সংস্করণে উইকেট তালিকার শীর্ষে থাকলেও গত কয়েক বছর ধরে আইপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বাঁহাতি পেসার শুধু ২০১৪ ও ২০১৫ সালের আসর খেলেছেন। তবে আগামী বছর খেলতে এখন তিনি নিলামে নামতে যাচ্ছেন। ২০১৮ সালে তিনি নিলামে অংশ নেন এবং কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয় কিন্তু চোটের কারণে সরে যান। তবে আগামী বছর জুনে ক্যারিবিয়ান ও আমেরিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে আইপিএলকে টার্গেট করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।