ভারত এশিয়ান গেমসে, খেল স্ট্র্যাটেজি বোঝালেন মিতালি

সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (60)(1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এশিয়ান ক্রিকেটে অন্যতম শক্তিশালী দেশ ভারত। মেয়েদের মেয়েদের ক্রিকেটে সবচেয়ে সফল। এখনও অবধি মেয়েদের এশিয়া কাপে একবার ছাড়া বাকি সব সংস্করণেই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়নদের সামনে এবার এশিয়ান গেমস। সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। কিন্তু তারপরও নিজের টিমমেটদের সাবধান বাণী শোনালেন মিতালি রাজ।

এশিয়ান গেমসে এবার ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই সেমিফাইনাল থেকে। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কোনও প্রতিপক্ষকে পাওয়ার সম্ভাবনা। তাই লক্ষ্য স্থির রাখার বার্তায় দিয়েছেন মিতালি।

মিতালি রাজ বলেছেন, “শ্রীলঙ্কা এবং পাকিস্তান ক্রিকেটের উত্থান দেখছি। ওরা কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলকে হারিয়েছে। অর্থাৎ দুটি দলই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে খেলতে নামবে। আমরা ফেভারিট হলেও, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে”।

এরই সাথে মিতালি বলেন, “আমাদের দলে বেশ কিছু তরুণ মুখ থাকলেও ওদের অভিজ্ঞতাও কম নয়। কয়েকজন সিনিয়রও থাকছে। জুনিয়রদের কাছে এটাই সেরা সুযোগ নিজেদের প্রতিষ্ঠিত করার”।

প্রসঙ্গত, বলে রাখা ভালো, এবার ভারতের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ থাকছে। এশিয়ান গেমস থেকে শক্তিশালী একটা কম্বিনেশন খুঁজে নেওয়াও লক্ষ্য থাকছে টিম ইন্ডিয়ার। ফলে লড়াই যে শুধু প্রতিপক্ষের সাথে তা নয়, দলের স্থায়ী প্লেয়ার হওয়াও একটা লক্ষ্য থাকছে জুনিয়রদের কাছে।