নিজস্ব সংবাদদাতাঃ আর্জেন্টিনার হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চিনে গিয়েছেন লিওনেল মেসি। কিন্তু পাসপোর্টে ইস্যুতে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরে মেসিকে আটক করল চিনের পুলিশ। বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে খেলতেই বেজিং বিমানবন্দরে আসেন মেসি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির কাছে তার দেশ আর্জেন্টিনা ও স্পেন- দুটি দেশেরই পাসপোর্ট আছে। কিন্তু মেসি ভুল করে শুধু স্পেনের পাসপোর্ট নিয়ে যান। চিনে নিয়ম হল, স্পেনের পাসপোর্ট নিয়ে সরাসরি সেখানে ভিসা ছাড়া ঢোকা যায় না।
একমাত্র তাইওয়ান দিয়ে স্পেনের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই চিনে ঢোকা যায়। মেসি তাইওয়ানকে চিনের অংশ ভেবে তাই আর ভিসার জন্য আবেদন করেননি। বিমানবন্দরের কর্মীদের সঙ্গে ভাষা সমস্যায় পড়ে মেসি আরও বিপদে পড়েন। তবে কিছুক্ষণ পরেই ৩৫ বছরের আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের পিএসজি ছেড়ে মেসি যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টার মিয়ামে ক্লাবে।