নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের পর চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) জানিয়ে দিয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল মহলে এমনটাই গুঞ্জন। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে ক্লাব ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। জুলাইয়ে যদি তার সঙ্গে পিএসজি ম্যানেজমেন্টের আলোচনা ভেস্তে যায়, তাহলে এমবাপ্পের ক্লাব পরিবর্তনের সম্ভাবনা বাড়বে। ক্লাব ছাড়লে ২০২৪ সালের জানুয়ারি থেকে ফ্রান্সের বাইরের কোনো ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন তিনি। গত মরসুম থেকেই এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের মধ্যে সম্পর্ক আলাদা মাত্রায় পৌঁছেছিল। মাদ্রিদের সঙ্গে ফরাসি তারকার যোগ এখনও রয়েছে বলে অনেকে মনে করেন। এদিকে লিওনেল মেসি ইতিমধ্যে পিএসজি ছেড়েছেন।