EPL : ভাঙল ৯২ বছরের পুরনো রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ৯২ বছরের মাইলফলক ভেঙে চুরমার। এবারের প্রিমিয়ার লীগ ক্রম তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি (Man City)।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
man city

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ৯২ বছরের মাইলফলক ভেঙে চুরমার। এবারের প্রিমিয়ার লীগ ক্রম তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি (Man City)।  ফুলহামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুলিয়ান আলভারেজরা। নরওয়ের স্ট্রাইকার হ্যাল্যান্ড ক্রেভেন কটেজে তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১৯৩১ সালের পর সব প্রতিযোগিতায় ৫০ গোল করা প্রথম খেলোয়াড় হন। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, "আমাদের লক্ষ্যে এখনও টিকে রয়েছি।"