নিজস্ব সংবাদদাতা: আইপিএল-এ চলছে হায়দ্রাবাদ বনাম লখনৌ ম্যাচ। ম্যাচের প্রথমে ব্যাট ধরে ২০ ওভার শেষে ১৯০ রান করেছে হায়দ্রাবাদ। এরপর ব্যাট ধরেই এবার ছন্দপতন ঘটল লখনৌ-এর।
/anm-bengali/media/post_attachments/7604b490-a08.png)
১ ওভার ৩ বল শেষে মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারাতে হল লখনৌ সুপার জয়েন্টসকে। মোহাম্মদ শামির বলে ক্যাচ-আউট হলেন এইডেন মার্করাম। ক্যাচটি ধরেন প্যাট কামিন্স। এইডেন মার্করাম মাত্র ১ রান করে মাঠ ছেড়েছেন।