নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় পেসারদের মধ্যে গতির দিক থেকে আইপিএলে অনেক বেশি আলোচনা হয়েছিল উমরান মালিককে নিয়ে। ১৫০ কিমি/ঘণ্টা গতিতে নিয়মিত বল করতেন। ভারতীয় পেস বোলিং আক্রমণের ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাঁকে। যদিও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করতে ব্যর্থ উমরান মালিক। জাতীয় দলে হাতে গোনা ম্যাচে সুযোগ পেয়েছেন। গতিতে তাঁকে টক্কর দিতে প্রস্তুত আর এক ভারতীয় তরুণ। অভিষেকেই ঝড় তুললেন মায়াঙ্ক যাদব।
আইপিএল কেরিয়ারের প্রথম ওভারে মাত্র ১০ রান খরচ করেন। যদিও তাঁর বোলিং গতি, শুরুটাই করলেন ১৪৭ কিমি/ঘণ্টা দিয়ে। কেরিয়ারের প্রথম ওভারে তাঁর গতি ১৪৭, ১৪৬, ১৫০, ১৪১, ১৪৯। দ্বিতীয় ওভারে গতি বাড়ল। চিন মিউজিকে কাঁবু পঞ্জাব ব্যাটাররা। দ্বিতীয় ওভারে তুললেন ১৫৫.৮ কিমি/ঘণ্টা। প্রথম ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর সৌজন্যেই পঞ্জাবের বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙে ১০২ রানে। ম্যাচে তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪-০-২৭-৩। তাঁর বোলিংই ম্যাচের রং বদলে দেয়।