নিজস্ব সংবাদদাতা: প্যারিস অলিম্পিকে আবার ভারতের জয়জয়কার।
/anm-bengali/media/post_attachments/582b8d47c97050fc8a0a3cf55096f0a143c788acbacc83524322c527ce5b0e30.jpg)
ভারতের লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে ১৯-২১ ২১-১৫ ২১-১২- এ হারিয়ে পুরুষদের একক সেমিফাইনালে প্রবেশ করেছেন। প্রথম পুরুষ শাটলার হিসেবে লক্ষ্য এগিয়ে গেলেন পদক জয়ের দিকে আরো একধাপ।