নিজস্ব সংবাদদাতাঃ জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল হায়দ্রাবাদের। তবে হর্ষিত রানার শেষ বল ব্যাটেই লাগাতে পারেননি প্যাট কামিন্স। কলকাতার ৭ উইকেটে ২০৮ রানের জবাবে হায়দরাবাদ ৭ উইকেটে ২০৪ রানে আটকে যায়। ৪ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
/anm-bengali/media/media_files/9qQRitBjhMjW6Q7kZNDF.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)