নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংসের ৬ উইকেটে ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। ক্যাপ্টেন নীতীশ রানা ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। আন্দ্রে রাসেল ২ বলে ২ রান করে নট-আউট থাকেন। তুষার দেশপান্ডে ৩.৩ ওভারে ২৫ রান খরচ করেন।
দীর্ঘ ১১ বছর পর চিপকে মহেন্দ্র সিং ধোনিদের পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর শেষবার চিপকে চেন্নাইকে হারায় ২০১২ সালের আইপিএল ফাইনালে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেকেআর তারকা রিঙ্কু সিং।