BREAKING : জন্ম থেকেই মিথ্যা বলে পাকিস্তান ! ফের পাকিস্তানকে আক্রমণ করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী
পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, জানিয়ে দিলেন খোদ কর্নেল কুরেশি
BREAKING: "ভারতের দেওয়া প্রমান ব্যবহার করে পাকিস্তান"! হল ঘোষণা
BREAKING : গোটা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা
সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানি আক্রমণের প্রমাণ দিয়ে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি
BREAKING : পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট !
BREAKING : এবার মার্কিন নাগরিকদের দ্রুত পাকিস্তান ছাড়ার নির্দেশ দিল আমেরিকা !
"পাকিস্তানের আঘাতে ১৬টি মৃত্যু,, ভারত প্রতিশোধ নিতে বাধ্য"! আবার বড় কিছুর ইঙ্গিত?
BREAKING : দেশজুড়ে চলছে সিভিল ডিফেন্স মহড়া ! কলকাতার হাসপাতালে চলছে পূর্ণাঙ্গ ড্রিল

শিকে ছিঁড়ল না ঈশানের, বাইরে অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশে ভারত ৬ জন ব্যাটসম্যান, ২ জন অলরাউন্ডার এবং ৩ জন ফাস্ট বোলার খেলাচ্ছে। রোহিত শর্মা ও শুভমন গিল দলের হয়ে ইনিংস শুরু করবেন।

author-image
Pritam Santra
New Update
wtc

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশে ভারত ৬ জন ব্যাটসম্যান, ২ জন অলরাউন্ডার এবং ৩ জন ফাস্ট বোলার খেলাচ্ছে। রোহিত শর্মা ও শুভমন গিল দলের হয়ে ইনিংস শুরু করবেন। তৃতীয় স্থানে থাকবেন চেতেশ্বর পূজারা। এরপর মিডল অর্ডারে রয়েছেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে। উইকেটরক্ষক হিসাবে অন্তর্ভুক্ত কেএস ভরত সাত নম্বরে নামবেন। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। ফাস্ট বোলারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। এই ম্যাচে সুযোগ পেলেন না ঈশান কিষান এবং রবিচন্দ্রন অশ্বিন।