ফের বিরাটই কি অধিনায়ক হতে চলেছেন আরসিবির ?

আগামী মরশুম থেকে ফের বিরাটই অধিনায়াক হতে চলেছেন। ঠিক কি বলছেন টীমের কর্মকর্তারা ? আগামী মরশুমের জন্য আরসিবি মাত্র ৩ জন খেলোয়াকেই রিটেন করেছে।

author-image
Adrita
New Update
copy image

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আগামী মরশুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। অন্তত সোশ্যাল মিডিয়ায় কান পাতলে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আদতে কি এটা সত্যি হতে চলেছে ? এবার এই বিষয়ে মুখ খুলল ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়ে দিল যে আগামী মরশুমে কে অধিনায়ক হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।
আগামী মরশুমের জন্য আরসিবির রিটেনশন তালিকায় ছিল মাত্র তিনজন ক্রিকেটার। তার মধ্যে একজন যে বিরাট কোহলি তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এছাড়া অপর দুজন ক্রিকেটার হলেন রজত পাতিদার এবং যশ দয়াল। আগামী মরশুমের জন্য ২১ কোটি টাকা দিয়ে বিরাটকে রিটেন করেছে আরসিবি। যা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে বিরাটকে রিটেন করার পর থেকেই জল্পনা ওঠে যে বিরাটকেই আবার আরসিবির হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে।

Virat Kohli | India vs Bangladesh 2022: Virat Kohli scored his 72nd century  dgtl - Anandabazar


যদিও এই জল্পনা আপাতত নস্যাৎ করে দিলেন ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা। তারা জানিয়েছেন, "অধিনায়ক কে হবে এই নিয়ে আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত কাকে অধিনায়ক করা হবে সেই বিষয়ে স্থির সিদ্ধান্তে আমরা আসতে পারিনি"।
উল্লেখ্য ২০২১ সাল পর্যন্ত আরসিবির হয়ে অধিনায়কত্ব করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২০২১ সালে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন। যদিও তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেও খেতাব জয় অধরাই থেকে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এখন আবারও বিরাটকেই অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ICC ODI World Cup 2023 | Virat Kohli should've kept the team first,  Cheteshwar Pujara says after India vs Bangladesh match dgtl - Anandabazar