নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই এই তারকা খেলোয়াড়। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তাঁর মতো স্বপ্ন হয়তো কেউ দেখেননি এ যাবৎ। বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির। এবার বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জোড়া রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরী করেছেন বিরাট। এদিকে রোহিত শর্মা নিয়ে বড় ইঙ্গিত দিয়ে ছোটবেলার কোচ বলেছিলেন যে এই বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আর খেলবেন না রোহিত। তবে বিরাট কোহলি কী করবেন, তা এখনও কেউ জানতে পারেনি। তবে অনুমান করা যাচ্ছে যে বিরাট কোহলি এখনই হাল ছাড়বেন না। ফলে তিনি ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই আশা করছে অনুরাগীরা।