পিওকে-তে একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত, উত্তেজনা তুঙ্গে
করাচি থেকে পুঞ্চ—দু’মুখে পাকিস্তানকে জবাব দিল ভারতীয় সেনা
জম্বুতে ফের বিস্ফোরণ— ভোর হতেই কেঁপে উঠল গোটা শহর
দোকান ভাঙল, গাড়ি জ্বলল—জম্মু সীমান্তে পাকিস্তানের উসকানিমূলক শেলিং
জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"
পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিল ভারতীয় সেনা, এক রাতেই ধ্বংস ৫০টির বেশি ড্রোন
এক রাতেই বদলে গেল চিত্র! প্রশাসনের নির্দেশে উধমপুরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
যখন তখন বিপদের আশঙ্কা! রাজস্থানে আচমকা রেড অ্যালার্ট জারি
মুজাফফরাবাদ এবং অন্যান্য অঞ্চলে ভারত আঘাত হানে

'হার' মনে করাতেই কি উপহারের বহর ?

১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট পাকিস্তান- মাত্র ৩৬ রানের মধ্যে পড়ল ৮ উইকেট। বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি ভাঙতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং অর্ডার।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানকে হারিয়ে ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিল ভারত। সেই সঙ্গে বাবরদের উড়িয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এলেন রোহিতরা। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলেরই ৩ ম্যাচ করে খেলে ৬ করে পয়েন্ট। তবে রানরেটে এদিন কিউয়িদের টপকে গেল ভারত।

hiring.jpg

ম্যাচের পর বিরাট কোহলি বাবর আজমের সঙ্গে দেখা করেন এবং তাকে ভারতের কয়েকটি জার্সি উপহার দেন। এরপর দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। 

স

hiring 2.jpeg