আইপিএল-এর টিকিট বিক্রি শুরু হচ্ছে কবে থেকে? দামই বা কত?

আর দিন দশেক বাদেই শুরু হচ্ছে আইপিএল। কেকেআর-এর হয়ে গলা ফাটাতে তৈরী নাইট আর্মিরা। কিন্তু প্ৰিয় দলের খেলা দেখতে হলে পকেট থেকে টাকা খসবে কত?

author-image
Shroddha Bhattacharyya
New Update
All rghhj

নিজস্ব সংবাদদাতা: ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবার আইপিএল-এর ১৭ তম সিজন অনুষ্ঠিত হতে চলেছে। ক্রীড়াপ্রেমীদের উত্তেজনার পারদ বাড়ছে ধীরে ধীরে। কিন্তু মাঠে নিজের প্রিয় দলের খেলা দেখার জন্য কত টাকা ব্যয় করতে হবে?publive-image

লোকসভা ভোটের জন্য এইবার আইপিএল সূচী দুইভাগে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের সূচী অনুযায়ী তিনটি ম্যাচ খেলবে কেকেআর। sdfghnm

শনিবার কেকেআর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে। কেকেআর গ্ৰুপ পর্বের ম্যাচগুলির জন্য সর্বনিম্ন ৭৫o টাকা ধার্য করা হয়েছে। ইডেন গার্ডেন্সে সর্বাধিক টিকিটমূল্য ৮৫০০ টাকা। যদিও টিকিট সম্পর্কে এখনও সরকারি ঘোষণা বাকি রয়েছে। এছাড়া ১০০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকার টিকিটও থাকছে।

Add 1

স

স্ব

স