নিজস্ব সংবাদদাতা: আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২২ গজের যুদ্ধে লখনৌ সুপার জয়েন্টসের বিপরীতে মাঠে নামে সানরাইসেস হায়দ্রাবাদ। ম্যাচে প্রথমে ব্যাট ধরে ১৯০ রান করে হায়দ্রাবাদ।
/anm-bengali/media/post_attachments/images/2024/LucknowSuperGiants-227130.jpg?q=80)
২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই রান করে হায়দ্রাবাদ। তবে ১৬ ওভার ১ বলেই খেলা শেষ করে দিল লখনৌ। ৫ উইকেট হারিয়ে লখনৌ-এর রান সংখ্যা ১৯৩।