নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের বিরুদ্ধে কেকেআর এক বদল এনেছে। চলতি বছরের আইপিএলের আগে তারা প্লে অফের টিকিট ফাইনাল করে ফেলেছে। আগামীকাল রবিবার রাজস্থান রয়েলসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। কেকেআর তাদের প্রথম একাদশে এক চমক নিয়ে এসেছে। তাদের একাদশে থাকছে সুনীল এবং নারিনের জুটি।
/anm-bengali/media/post_attachments/2b28d33f08f03afda93fae43c98c794ef78135574d78316d19cb8e166347d429.webp)
এছাড়া একাদশে রয়েছে, রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা, মনীশ পাণ্ডে।
/anm-bengali/media/post_attachments/najarbandi.in/wp-content/uploads/2024/04/kkr5.jpg?resize=696%2C392&ssl=1)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)