সাইরেন বাজছে— চন্ডীগড়ে হামলার আশঙ্কা, মোহালির সীমান্ত এলাকায় সতর্কতা জারি
ভারতীয় সেনার গুলিতে ৭ জইশ-ই-মোহাম্মদ জঙ্গি নিহত, জম্বুতে বড় সাফল্য
চন্দ্রভাগা নদীর চারটি লক গেট খুলল ভারত, পাকিস্তানের শিয়ালকটের জলস্তর বৃদ্ধি
ভারতের ত্রিশক্তি আক্রমণে পাকিস্তান বিপর্যস্ত! তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরী বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী
পিওকে-তে একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত, উত্তেজনা তুঙ্গে
করাচি থেকে পুঞ্চ—দু’মুখে পাকিস্তানকে জবাব দিল ভারতীয় সেনা
জম্বুতে ফের বিস্ফোরণ— ভোর হতেই কেঁপে উঠল গোটা শহর
দোকান ভাঙল, গাড়ি জ্বলল—জম্মু সীমান্তে পাকিস্তানের উসকানিমূলক শেলিং
জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"

তপ্ত আহমেদাবাদ, ফ্যানেরা বলছে ‘এ দিল মাঙ্গে মোর…’

বেশির ভাগ ভক্তই টিমের জার্সি পড়ে প্রস্তুত। করছেন স্মৃতি চারণাও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bb1e764f-dc0c-4167-9187-9ad1d46e6baa.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট ভক্তদের ভিড় দেখার মত। বেশির ভাগ ভক্তই টিমের জার্সি পড়ে প্রস্তুত। তবে এরই মধ্যে অনেক ভক্তই করছেন স্মৃতি চারণা। কেউ বলছেন, এটা প্রথম বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা। তো কেউ বলছেন, আগের বার টিকিট পায়নি, এবার স্বপ্নপূরণ হল। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে অনেকেই এমন ভাবে মগ্ন হয়ে রয়েছে ভারত-পাক ক্রিকেট মহাযুদ্ধে।

 

একজন ফ্যানের কথায়, “আমি খুব উত্তেজিত, ২০১১ সালে, আমি ম্যাচের টিকিট পাইনি কিন্তু আজ আমি এই ম্যাচের জন্য এখানে এসেছি”।

আবার আরেকজনের কথায়, “আমি খুব উচ্ছ্বসিত। কেননা আমি বিশেষভাবে মুম্বাই থেকে এই ম্যাচের জন্য এসেছি। ভারত আজ ম্যাচ জিতবেই”।

এক মহিলা ভক্তের কথা অনুযায়ী, “ম্যাচের নায়ক হবেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে খেলার সময় তিনি সবসময়ই বিশেষ ভূমিকা পালন করেন। তিনি অপরাজিত থাকবেন আজকের ম্যাচে”।

hiren