নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। ম্যাচের আগে টিম ইন্ডিয়ার একজন ভক্তের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সেই ভক্ত সাংবাদিকদের বলেছেন, " নিউজিল্যান্ডকে হারানোর পর এখন ইংল্যান্ডকে হারানোর পালা। ভারত সেমিফাইনাল এবং ফাইনালেও জিতবে। "
#WATCH | ICC Men's Cricket World Cup 2023 | Ahead of India vs. England match, a fan of Team India says, "...After defeating New Zealand, it is now the turn to defeat England... India will win the semi-final and final as well..." pic.twitter.com/x33nrWB53e
— ANI (@ANI) October 29, 2023
তবে ভক্তের এই ভবিষ্যৎবাণী কতটা ফলদায়ক হয় সেটাই দেখার। কেননা, ভারতীয় শিবির সূত্রের খবর, লখনউয়ের ঘূর্ণিতে বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে। কিন্তু সমস্যা হল হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যালেন্স অনেকটাই বিগড়েছে। তিন স্পিনার খেলাতে গেলে রোহিতের হাতে পেস বোলিংয়ের বিকল্প থাকবে মাত্র দু'জন। সেটাও সমস্যার। পাশাপাশি প্রশ্ন হল, দুই পেসার সেক্ষেত্রে কাকে খেলানো হবে? জসপ্রীত বুমরাহের জায়গা নিশ্চিত। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মধ্যে কাকে খেলানো হবে? বিশ্বকাপের শুরু থেকেই ভারত দুই পেসার হিসাবে বুমরাহ এবং সিরাজকে প্রাধান্য দিয়ে আসছিল। তবে আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর মনে হয় না লখনউতে শামিকে বসানো হবে। সেক্ষেত্রে সম্ভবত সিরাজকেই রবিবার বিশ্রাম দেওয়া হতে পারে। দুই পেসার হিসাবে খেলনো হতে পারে শামি এবং বুমরাহ। তিন নম্বর স্পিনার হিসাবে দলে ঢুকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
তবে দলের ব্যালেন্স বিগড়োলেও চান্স কম নয়। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড ৫ ম্যাচের মাত্র একটিতে জিতে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তারা এখন পয়েন্ট টেবলের লাস্টবয়।
২০০৩ সালের পর থেকে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত। অবশ্য সে সুযোগও বেশি আসেনি। ২০০৩ সালের পর ২০১১ সালে একবার সাক্ষাৎ হয়েছিল দু'দেশের। সেবার রোমহর্ষক ম্যাচ টাই হয়েছিল। তার পর আবার ২০১৯ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। হারে ভারত। এর মধ্যে টি-২০ বিশ্বকাপে অবশ্য ব্রিটিশদের বিরুদ্ধে কোনও জয় নেই ভারতের। এবার ঘরের মাঠে ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে সেই খরা কাটানোর।
রবিবার ছয়ে ছয় করতে পারলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা। তবে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনও রান হল না ভারতের। মেডেন ওভার দিলেন ডেভিড উইলি। রোহিত ছয় বল খেলেও রান নিতে পারেননি। অন্য দিনের মতো রোহিতকে প্রথম ওভার থেকেই বিধ্বংসী মনে হয়নি। সম্ভবত তিনি পিচ পরখ করে নিতে চাইছেন।