নিজস্ব সংবাদদাতাঃ সুনীল ছেত্রী ও ছাংতের গোলে ইন্টার কন্টিনেন্টাল কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লেবাননকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিততেই জোড়া খুশির খবর এল ভারতীয় শিবিরে। প্রথমত ফিফা র্যাঙ্কিংয়ে আরও একধাপ উঠে এল ভারত। আগেই ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছিল স্টিমাচের দল, এবার ফিফা র্যাঙ্কিংয়ে লেবাননকে পিছনে ফেলে ৯৮ নম্বরে উঠে এল ভারত। এর ফলে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচের আগে লাভবান হল ভারত।
এছাড়া আরও একটি বড় খবর পেয়েছে ভারতের ফুটবল দল। ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হতেই ভারতীয় দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইগর স্টিমাচের ছেলেরা ২-০ ব্যবধানে হারাল লেবাননকে। গোল দুটি করলেন সুনীল ছেত্রী এবং লালিয়ানজুয়ালা ছাংতে। দুটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।