নিজস্ব সংবাদদাতাঃ ১৬.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে চরিথ আসালঙ্কার ক্যাচ ছাড়েন ইশান কিষান। আসালঙ্কা তখন ১৮ রানে ব্যাট করছিলেন। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৬৭ রান। আসালঙ্কা ২১ ও সমরাবিক্রমে ১৭ রানে ব্যাট করছেন। এরপর ১৭.৩ ওভারে কুলদীপ যাদবের বলে সাদিরা সমরাবিক্রমেকে স্টাম্প আউট করেন লোকেশ রাহুল। ফলে চতুর্থ উইকেটের পতন হল শ্রীলঙ্কার। ১টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন সাদিরা। শ্রীলঙ্কা ৬৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'সিলভা। এরপর ১৯.২ ওভারে কুলদীপ যাদবের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন চরিথ আসালঙ্কা। ফলে ৫ উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা ২০ ওভার শেষে ৭৯ রানে ৫ উইকেট হারায়। কুলদীপ ৫ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।