নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দারুণ একটি জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং এবং বোলিং—দুটোতেই তারা দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে টাইগারদের ৭ উইকেটে পরাজিত করে।
ম্যাচের শুরুতে বাংলাদেশ মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। ভারত রান তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে জয় নিশ্চিত করে। এই জয় ভারতের জন্য একটি বিশেষ রেকর্ড সৃষ্টি করেছে, কারণ তারা টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে (৪৯ বল বাকি) জয় অর্জন করল।
এর আগে, ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রান তাড়া করতে গিয়ে ভারত ৪১ বল হাতে রেখে ম্যাচ জয় করেছিল। তবে এবার বাংলাদেশ বিরুদ্ধে ১২৮ রান তাড়া করতে গিয়ে তারা আরও দ্রুততম জয় তুলে নিল। ভারতীয় দলের এই জয়ের ফলে তাদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হলো।