ভারত-পাক ম্যাচে বইবে 'রক্তগঙ্গা', হুমকি বার্তায় শোরগোল বিশ্বকাপ মরশুমে

হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ind-vs-pak-1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে উত্তেজনা প্রবণ ম্যাচ হতে চলেছে ভারত-পাকিস্তানের ম্যাচ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা রয়েছে গোটা বিশ্বের। আর এবার সেই ম্যাচেই এল হুমকি বার্তা।

ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ম্যাচ নিয়ে এবার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস। যার জন্যে আইসিসির আশঙ্কা দূর করতে এগিয়ে এসেছে নাসাউ পুলিশ। তারা জানিয়েছে, ৯ জুন ওই হাইভোল্টেজ ম্যাচে স্টেডিয়ামের ভিতরেও নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।

ind pakaa.jpg

ঠিক কি বলা হয়েছে হুমকি বার্তায়? নয়া খলিফার নেতৃত্বে ইসলামিক সাম্রাজ্য তৈরির চক্রান্তকারী এই সংগঠন বর্তমানে তাঁদের শাখা ছড়িয়ে রেখেছে ইউরোপ ও আমেরিকায়। লক্ষ্য একটাই, সুযোগ পেলেই নাশকতা ঘটানো। সেজন্য এবার সফট টার্গেট হিসেবে তারা টি-২০ বিশ্বকাপের ম্যাচকে বেছে নিয়েছে। আর এই জন্যেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যে নাসাউ পুলিশ সম্পূর্ণ ভাবে প্রস্তুত থাকছে।  

t20 world cup.webp

Add 1