নিজস্ব সংবাদদাতা: আজ আবার মুখোমুখি ২২ গজের যুদ্ধে মাঠে নামছে ইন্ডিয়া ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে ভক্তদের মনে। আজকের ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টিম ইন্ডিয়ার একজন ভক্ত এবার জানিয়ে দিলেন আজ অবশ্যই ভারত জিতবে।
/anm-bengali/media/post_attachments/d3a309c0be542a0dad36e153ac91d3fd3da060ec8d517e297c9c7c5890c65c69.jpg)
তিনি বলেছেন, "ভারত অবশ্যই জিতবে। প্রতিটি ফরম্যাটেই পাকিস্তানের থেকে ভালো পারফর্ম করবে টিম ইন্ডিয়া। এটা একতরফা ম্যাচ হবে এটা বলা যাবে না, তবে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারাতে পারবে”। ইতিমধ্যেই তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন ভিডিও-
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)