নিজস্ব সংবাদদাতাঃ ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শন অ্যাবট। ২৬.৩ ওভারে অশ্বিনের বলে ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ২০৫ রান। অ্যাবট ৫১ রানে ব্যাট করছেন। অশ্বিন ৭ ওভারে ৪১ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন। এরপর ২৭.৬ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোশ হেজেলউড। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া ২১৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্পেনসার জনসন। শামি ৬ ওভারে ৩৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। এরপর ২৮.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শন অ্যাবট। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। জাদেজা ৫.২ ওভারে ৪২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। এই সুবাদে ৯৯ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া।