নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির জন্য মাঝপথেই থমকে যায় ম্যাচ। নতুন করে খেলা শুরু করা যায়নি। দ্বিতীয় ইনিংসে ৫ ওভারের বেশি খেলা হওয়ায় নিয়ম মতো ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। ভারত প্রয়োজনের থেকে ২ রানে এগিয়ে থাকায় জয়ী ঘোষিত হয়। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। উল্লেখ্য, আয়ারল্যান্ডের ৭ উইকেটে ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৭ রান তোলে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। ২ বলে ১ রান করে নট-আউট থাকেন সঞ্জু স্যামসন। ক্রেগ ইয়ং ০.৫ ওভারে মাত্র ২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।