নিজস্ব সংবাদদাতাঃ কেএল রাহুল যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে লড়াই শুরু করেন তিনি। অষ্টম ওভারে বিরাট একটি ভুল করেছিলেন। ক্যাচ তুলে দিয়েছিলেন। ভাগ্যিস মিস করেছিলেন মার্শ। আর সেই ক্যাচ মিস হওয়ার পর থেকে এদিন ম্যাচের রং বদলে দেন কোহলি-রাহুল মিলে। কোহলি শেষ পর্যন্ত ৮৫ রান করে আউট হন। প্রসঙ্গত ক্যাচ মিসের সময়ে তাঁর সংগ্রহ ছিল মাত্র ১২ রান। তবে রাহুল ছক্কা হাঁকিয়ে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর সংগ্রহ ১১৫ বলে ৯৭ রান। জেতার জন্য মাত্র ২০০ রানের টার্গেট হওয়ায় শতরান হাতছাড়া হয় রাহুলের। ৮ বলে ১১ করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান করে ভারত। ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।