বৃষ্টি মাথায় নিয়েই শুরু ভারত-বাংলাদেশ শেষ টেস্ট সিরিজ

সময় মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Test match

File Picture

নিজস্ব সংবাদদাতা: কানপুর টেস্টে ভিলেন হয়ে যাবে কি আবহাওয়া? প্রবল সম্ভাবনা রয়েছে তেমনটায়। শুক্র-সকালে মাঠ ভেজা থাকার কারনে কানপুর টেস্টে টসে দেরি হয়েছে। বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে সকাল ৮.৫৩ মিনিটে অফিসিয়ালি জানানো হয়, মাঠ ভেজা থাকার জন্য ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস দেরিতে হবে। সকাল ৯.৩০ টায় ফের মাঠ পরিদর্শন করা হয়। 

এরপর সময় মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তারপর বোর্ড জানিয়ে দেয় সকাল ১০টায় টস হবে। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সেই মতো সকাল ১০টায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস করতে যান। ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস জিতলেন রোহিত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন।

x
File Picture

কানপুর টসের পর রোহিত বলেন, “আমরা বোলিং করব। পিচ হালকা নরম দেখাচ্ছে। আমরা তিন সিমার দিয়ে কাজটা সহজ করতে চাই। হালকা ঘাস আছে। অন্যান্য সময় কানপুরে যেমন পিচ থাকে তেমনটা নয়’। এরপরই রবি শাস্ত্রী ভারত অধিনায়ককে শেষ টেস্ট নিয়ে প্রশ্ন করলে রোহিত বলেন, ‘শেষ টেস্ট থেকে অনেক কিছুই পজিটিভ নেওয়ার আছে। আমরা চেন্নাইয়ে প্রথমে ভালো রান পাইনি। তারপর ঘুরে দাঁড়াই। এরপর বোলাররা ভালো পারফর্ম করে। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। একই একাদশে খেলব’।

আপাতত, চলছে প্রথম দিনের ম্যাচ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। ক্রিজে রয়েছে মমিনুল হক এবং মাশফিকুর রহিম।

Test match
File Picture